স্টাফদের কর্মস্পৃহা বৃদ্ধি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে ০৩ ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান
বিস্তারিত
উপজেলা সমাজসেবা কার্যালয়, বটিয়াঘাটা, খুলনায় কর্মরত স্টাফদের কর্মস্পৃহা বৃদ্ধি, উৎসাহ প্রদান এবং অর্পিত দায়িত্ব পালনে ইম্প্যাথিটিক হওয়ার লক্ষ্যে ষান্মাসিক মূল্যায়নে ০৩ ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার হিসাবে; ০১ টি ক্রেস্ট; ৫০০/- টাকা সমমান প্রাইজবন্ড ও সনদপত্র প্রদান করা হয়।
পুরষ্কারপ্রাপ্তরা: ১) শ্রেষ্ঠ সমাজকর্মী (দারিদ্র্য বিমোচন)- জনাব এস,এম ওয়ালিউল্লাহ হুসাইনী; ২) শ্রেষ্ঠ সমাজকর্মী (সামাজিক নিরাপত্তা)- জনাব খুরশিদা জাহান তানিয়া; ৩) শ্রেষ্ঠ ইমপ্লয়ি (শুদ্ধাচার)- জনাব রুপংকর বিশ্বাস